গাছের সুরক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে পাবনায় গাছ থেকে পেরেক অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় পাবনা বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসক চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এর আগে পাবনার জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম গাছের গায়ে লাগানো পেরেক সরিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
পাবনা বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গাছ শুধু আমাদের পরিবেশ রক্ষা করে না, গাছের প্রতিটি অংশই মানুষের কাজে আসে। তাই গাছের গায়ে পেরেক, লোহা কিংবা তার ঠুকে প্রকৃতিকে ক্ষত-বিক্ষত করা উচিত নয়। তিনি বলেন, গাছের জীবন রক্ষায় পেরেক অপসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ অপরিহার্য। বেশি বেশি গাছ লাগানো এবং গাছের সঠিক পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি গাছের গায়ে যেন কেউ পেরেক ঠুকে কোনো বিজ্ঞাপন বা ব্যানার না টানে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান।
উল্লেখ্য, দেশের ২৮টি জেলার সঙ্গে মিল রেখে পাবনায়ও শুরু হলো গাছ সুরক্ষা কর্মসূচি। পর্যায়ক্রমে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার আশপাশের গাছ থেকে সব ধরনের পেরেক ও লোহার বস্তু অপসারণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।