মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক মো: সোহাগ নিহত হয়েছে।
সোমবার (৩ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. সোহাগ। তিনি নোয়াখালী জেলার হোমনা বাদশাপুর গ্রামের মোবারক আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক আরেকটি ট্রাকের উপরে উঠে গেল এক ট্রাকের চালক মো. সোহাগ (২৯) নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে নিহত ড্রাইভারকে উদ্ধার করি এবং গাড়ি দুটি পুলিশ হেফাজত রয়েছে।