ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কাউখালীতে আগুনে দোকানঘর পুড়ে ছাই

১০ লক্ষ টাকার ক্ষতি
কাউখালীতে আগুনে দোকানঘর পুড়ে ছাই

পিরোজপুরের কাউখালীতে আগুনে দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২ মার্চ )গভীর রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না ক্লাবঘর বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে বাজারে সাবেক ইউপি মেম্বার উত্তম এর বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে তার স্ত্রী বাজারের দোকানে আগুন দেখে চিৎকার দেন। এসময় লোকজন তার চিৎকারে জড়ো হয়ে আগুন নেভাতে যান। তবে ততক্ষণে ইউপি সদস্য ফিরোজ খানের ছেলে মাহফুজ খানের মুদি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পাশের মিল্লাত খানের ওষুধের ফার্মেসিসহ আরো দুটি দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইউপি মেম্বার ফিরোজ খান বলেন, রাতের বেলায় কে বা কারা শত্রুতামূলক ভাবে তার ছেলের দোকানে আগুন লাগিয়ে দেয়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলেমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দেখা হবে।

আগুন,দোকান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত