জামালপুরের মেলান্দহে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।
রবিবার (২ মার্চ) দিবাগত মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শিমুলতলা এলাকার নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার হওয়া আসাদুল্লাহ ফারাজী মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য।
একই দিনে উপজেলার কুলিয়া ইউনিয়ন আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেনকেও গ্রেপ্তার করে পুলিশ। ইসমাইল হোসেন উপজেলার কাঙ্গালকুর্শা গ্রামের মমতাজ আলীর ছেলে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হতাহত ও নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করে কোর্টে চালান দেয়া হয়েছে।