চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মো.মতিউর রহমান ওরফে মতি তেলি কবিরাজকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার দিবাগত রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি মো. রইস উদ্দিন।
মতি কবিরাজ হলেন একই ইউনিয়নের সাহেবগ্রাম এলাকার মৃত জয়নাল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতি কবিরাজের সঙ্গে হরিনগরের বাসিন্দা মো. শুকুদ্দির স্ত্রী পেয়ারা বেগমের দীর্ঘদিনের বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে। এরই জের ধরে রোববার দিবাগত রাতে গৃহবধূ পেয়ারার সঙ্গে দেখা করতে যান ওই কবিরাজ। একঘরে তাদের দুজনকে দেখতে পেয়ে শুকুদ্দি ও তার ছেলে পিয়ারুল ইসলাম ওই করিবাজকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতের পরিবারের সদস্যরা তার মরদেহ ওই ঘরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রির্পোট প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তদন্তের মাধ্যমে হত্যার আসল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।