ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অস্ত্র মামলায় গ্রেপ্তারের পর থেকে কার্যত স্থবির হয়ে পড়েছে ১নং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি ডেভিল হান্ট অভিযানে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় ১নং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা হানিফকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
চেয়ারম্যান কারাগারে যাওয়ার পর থেকে পরিষদের দৈনন্দিন কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দেয়। পরিষদের সদস্যরা প্রশাসনের সাথে যোগাযোগ করলেও এখনো পর্যন্ত প্যানেল চেয়ারম্যান নিয়োগের অনুমোদন মেলেনি। ফলে পরিষদের গুরুত্বপূর্ণ সেবাগুলো ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে ইউপি সদস্য ১নং ওয়ার্ডের আতিকুল ইসলাম পিয়াস বলেন, 'চেয়ারম্যান না থাকায় জন্মনিবন্ধন সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রয়েছে। জন্মনিবন্ধন সনদ না পাওয়ায় ভোটার হালনাগাদ কার্যক্রমেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।'
স্থানীয় ভোটারদের অভিযোগ, 'আমাদের ছেলে-মেয়েদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য কাগজপত্র সংশোধন করতে পারছি না। পাশাপাশি জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, আয় সনদসহ বিভিন্ন প্রত্যয়নপত্রের জটিলতায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। দ্রুত প্যানেল চেয়ারম্যান নিয়োগ জরুরি।'
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাসানুজ্জামান জানান, 'পরিষদ সদস্যদের মধ্যে মতবিরোধের কারণে এখনো প্যানেল চেয়ারম্যান মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।'
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ বলেন, 'চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে পরিষদের কার্যক্রমে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তা নিয়ে জেলা প্রশাসনে চিঠি পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'