হবিগঞ্জ জেলার বাহুবলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪ জন গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে এসব তথ্য দেন বাহুবল মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত তোতা মিয় র চেলে টেনু মিয়া (৪১), টেনু মিয়ার ছেলে শিবলু মিয়া (২২), মৃত তোতা মিয়ার ছেলে মো. সেলিম মিয়া, লাকড়িপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মো. জাকারিয়া (১৯)।
এর আগে, সোমবার দিবাগত রাতে বাহুবল মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৪ জন গ্রেফতার হয়।
ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে স্বীকৃত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অধিকতর উন্নত করার লক্ষ্যে এই ধরনের অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।