ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রী নিহার কান্ত দাস নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ২৯ বছর বয়সী নিহার হলেন রাজশাহী জেলার তানোর উপজেলার পালপাড়া এলাকার শ্রী নিমাই কান্ত দাসের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুল ওদুদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২০২১ সালের ১২ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাব-৫।

অভিযানে ৭৭০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয় শ্রী নিহার কান্ত দাসকে। ঘটনার দিনই র‌্যাব কর্মকর্তা মো. মোক্তার হোসেন বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ওসমান গনি ওই বছরের ১৪ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন।

যাবজ্জীবন,মাদক,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত