শেরপুর জেলা শহরের নয়আনী বাজার সড়কে ৫ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এর নেতা ও শ্রমিক সদস্যরা।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই মানববন্ধন চলে। কর্মচারী ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য সব বস্ত্র দোকানে কর্মবিরতি পালন করা হবে।
কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণকারী দোকান কর্মচারীরা বলেন, মুসলমান সম্প্রদায়ের দোকান কর্মচারীদের বছরে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষ্যে ৫০% অর্থাৎ অর্ধেক বোনাস প্রদান ও অন্যান্য ধর্মের ধর্ম উৎসব উপলক্ষ্যে অনুরূপ বোনাস প্রদান, শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকদের এবং কর্মচারীদের ৮ ঘণ্টা ডিউটি, বাৎসরিক ছুটি প্রদান করা, সংগঠনের কার্ডধারী কর্মচারী ও শ্রমিকদের ছাড়া কোন কর্মচারী নিয়োগ প্রদান না করার জন্য বস্ত্র দোকান মালিকদের প্রতি আহ্বান জানান। এছাড়াও বস্ত্র দোকান কর্মচারীদের মৃত্যুকালীন ভাতা প্রদানের দাবি জানানো হয় মানববন্ধন কর্মসূচিতে।
এ সময় বক্তব্য দেন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মোরাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা জানান, ১৬ বছর আগে শেরপুর চেম্বার অব কমার্স ও বস্ত্র দোকান মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব দাবি আদায়ের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। ফলে শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন।
তারা বলেন, দীর্ঘদিনের উপেক্ষিত দাবিগুলো এখন আর ফেলে রাখা হবে না। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে শেরপুর শহর বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সকল নেতা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।