ভোলায় পরিবেশ আইন লঙ্ঘন করে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে চারটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় ওই ইটভাটাগুলোর প্রায় লক্ষাধিক কাঁচা ইট ধ্বংস করা হয়।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পরিচালিত এই অভিযানে রূপালী ব্রিক ফিল্ড, ফাইভ স্টার ব্রিক ফিল্ড, পান্না ব্রিক ফিল্ড ও পশ্চিম চর পাতার বাঘা ব্রিক ফিল্ডকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোলা পরিবেশ অধিদপ্তর, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ বিধিমালা অমান্য করে অবৈধভাবে কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
এছাড়া আইন অমান্য করে তৈরি করা প্রায় লক্ষাধিক কাঁচা ইট ঘটনাস্থলেই পানি ঢেলে ধ্বংস করা হয়।