ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর এলাকায় পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা।
মঙ্গলবার (৪ মার্চ) রাত ১টার দিকে বিজিবি-৬ ব্যাটালিয়নের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। আটক ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লাহ গ্রামের মরহুম খোদাবক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে একটি দল সরোজগঞ্জ বাজার এলাকায় বাসটি শনাক্ত করে। পরে বাসটি (ঢাকা মেট্রো ব ১৫-০৪৫৬) বিজিবি সদর ব্যাটালিয়নের সামনে থামিয়ে সন্দেহভাজন দুই যাত্রীর দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ১০ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবির নায়েক সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো পরীক্ষার পর চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।