পাবনার ঈশ্বরদীতে কৃষক ও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান মিলনের কৃষিপণ্য কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিন পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৩ মার্চ) গভীর রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামে মিলন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মিলন মেম্বার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মিলন মেম্বার জানান, তিনি একজন কৃষক মানুষ। কয়েক বছর আগে সরকারি প্রণোদনায় একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কিনে ধান কাটাসহ কৃষিকাজে ব্যবহার করে আসছিলেন। সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত তার ঘরের পাশে রাখা মেশিনটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও মেশিনটির ব্যাপক ক্ষতি হয়েছে। মিলন মেম্বারের দাবি, পরিকল্পিতভাবে তাকে ক্ষতিগ্রস্ত করতে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার সাব ইন্সপেক্টর (এসআই) জামাল উদ্দিন বলেন, মিলন মেম্বারের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।