ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে রমজান উপলক্ষে মাসব্যাপী ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন

রাজবাড়ীতে রমজান উপলক্ষে মাসব্যাপী ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজবাড়ীতে মাসব্যাপী ন্যায্য মূল্যের বাজার চালু করেছে জেলা প্রশাসন। এই আয়োজনে সহায়তা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজবাড়ী জেলা শাখা।

বুধবার (৫ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে রাজবাড়ী পৌর শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

এই বাজারে রমজানের পুরো মাসজুড়ে প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেনাকাটা করা যাবে। বিশেষ সুবিধা হিসেবে এখানে কোনো ফ্যামিলি কার্ড ছাড়াই প্রতিদিন প্রায় ৮০০ পরিবার ৪৫০ টাকায় টিসিবির প্যাকেজ পণ্য ক্রয় করতে পারবেন। প্যাকেজটিতে রয়েছে—২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ।

রমজানে অনেক অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়, ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। সেই ভোগান্তি কমাতে ও ভোক্তাদের স্বস্তি দিতে এ ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়েছে। মাসব্যাপী এই বাজার সবার জন্য উন্মুক্ত থাকবে, যাতে কম দামে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পান সাধারণ মানুষ।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, "রমজানে মানুষ যেন ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে, সে লক্ষ্যে এই বিশেষ বাজারের আয়োজন করা হয়েছে। এখানে কোনো ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত কোনো ফি বা টোল নেওয়া হবে না। এই উদ্যোগ সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আমরা আশা করছি।"

এ বাজারে পণ্য বিক্রয়ে অংশ নেওয়া কৃষকরা জানান, এ আয়োজনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। এখানে আমরা সরাসরি ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারছি, যা আমাদের জন্যও লাভজনক। মাসব্যাপী এই আয়োজনে আমরা থাকতে চাই।

এদিকে, টাটকা সবজি, ফলমূলসহ নানা পণ্য ন্যায্য মূল্যে পেয়ে খুশি ভোক্তারা। তারা জানান, বাজারের তুলনায় এখানে পণ্যের দাম কিছুটা কম। পাশাপাশি কোনো ঝামেলা ছাড়াই পছন্দের পণ্য কিনতে পারছি, যা আমাদের জন্য অনেক স্বস্তির বিষয়।"

রমজান,ন্যায্য মূল্যে,বাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত