ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল

ডিউটি ফাঁকির অভিযোগে ডাক্তারকে শোকজ

ডিউটি ফাঁকির অভিযোগে ডাক্তারকে শোকজ

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ইফতেকার আলমের বিরুদ্ধে নিয়মিত ডিউটি না করার অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী সপ্তাহে ছয় দিন হাসপাতালে উপস্থিত থেকে রোগী সেবা দেওয়ার কথা থাকলেও তিনি মাত্র তিন দিন (সোম, মঙ্গল ও বৃহস্পতিবার) অফিস করেন বলে জানা গেছে। বাকি তিন দিন তিনি অনুপস্থিত থাকেন। এতে হৃদরোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা ও গুরুত্বপূর্ণ ইকো টেস্ট থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. ইফতেকার আলম দীর্ঘদিন ধরে সপ্তাহের অর্ধেক সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন। সরকারি হাসপাতালে মাত্র ২০০ টাকায় ইকো টেস্ট করার সুযোগ থাকলেও তার অনুপস্থিতির কারণে অনেক রোগীকে ১৪০০ টাকা খরচ করে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। ফলে সাধারণ ও নিম্ন আয়ের রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ইকো টেস্ট রুমটি তালাবদ্ধ। ২১১ নম্বর কক্ষের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রোগীরা অপেক্ষা করলেও ডাক্তার ইফতেকারের দেখা মেলেনি।

ওই কক্ষে থাকা মেডিকেল টেকনোলজিস্ট রিপন মিয়া জানান, “স্যার সপ্তাহে তিন দিন ঢাকা থেকে এসে অফিস করেন। বাকি দিনগুলো তিনি অনুপস্থিত থাকেন।”

চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিয়মিত চিকিৎসা না পাওয়ায় তারা ক্ষুব্ধ ও হতাশ। স্ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা সত্তরোর্ধ্ব তাহের আলী বলেন, "সকালে এসে দুপুর গড়িয়ে গেল, ডাক্তার আসেননি। আমাদের মতো গরীব রোগীদের সঙ্গে এটা তামাশা ছাড়া কিছু না।"

রোগী দেওয়ান আমজাদ হোসেন বলেন, "তিন দিন আগে এসেছিলাম, ডাক্তার ছিল না। আজ আবার এসেছি, তাও ডাক্তার নাই। প্রাইভেট চিকিৎসা করানোর সামর্থ্য থাকলে সরকারি হাসপাতালে আসতাম কেন?"

এছাড়া, হৃদরোগ নিয়ে আসা মনিরা আক্তারও বলেন, "বুক ধড়ফড় করছে, কার্ডিওলজি বিভাগে টিকিট দিয়েছিল। এসে দেখি ডাক্তার নেই। এখন কোথায় যাব?"

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, "ডা. ইফতেকার আলমের বিরুদ্ধে ডিউটি ফাঁকির অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে শোকজ করা হয়েছে।"

অভিযোগের বিষয়ে জানতে ডা. ইফতেকার আলমের কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ডিউটি,ফাঁকি,শোকজ,হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত