ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

টঙ্গীবাড়ীতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

টঙ্গীবাড়ীতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মুহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আবদুল বারী, যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল খান বাবু,আউটশাহী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান লাইলী আফরোজা রুবি, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. মোর্তজা আহসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার রিনা,উপজেলা উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক টঙ্গীবাড়ী শাখা মাহবুবুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অনামিকা ভদ্র, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা সংবাদদাতা সামসুদ্দিন তুহিন,সহকারী প্রোগ্রামার আইসিটি মোসা. জাকিয়া সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, ছাত্র প্রতিনিধি আবু বক্কর ও শিশির আহমেদসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

স্বাধীনতা দিবস,প্রস্তুতিমূলক সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত