ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

চৌদ্দগ্রামে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন

চৌদ্দগ্রামে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন

কুমিল্লার চৌদ্দগ্রামে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম বাজারের ফয়েজুনেচ্ছা মহিলা মাদ্রাসা রোডে উপজেলা প্রশাসন, কৃষি মন্ত্রণালয় ও প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা জুবায়ের হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ মামুন সাগর, ডা. নাহিদ হাসান, আব্দুল হালিম ও আলী হায়দার সাহেদ। সুলভ মূল্যের দোকানে প্রতি পিস ডিম ৯.৫০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা বিক্রি করা হয়।

সুলভ মূল্যে দুধ পেয়ে আছিয়া বলেন, বাজারে ১’শ ১০ টাকা করে দুধ কিনতাম। আজ প্রতি কেজি দুধ ৮০ টাকা করে কিনে প্রায় ৩০ টাকা সাশ্রয় পেয়েছি।

চন্দ্রপুর গ্রামের মাজেদা বেগম জানান, রমজানের প্রথম দিনে ৮৫০ টাকা দিয়ে গরু মাংস কিনে খেতে পারি নাই। আজ প্রাণী সম্পদের আয়োজনে সুলভ মূল্যে ৬৫০ টাকা দিয়ে এক কেজি গরুর মাংস কিনে বাসায় ফিরলাম। আমি প্রাণী সম্পদের এই উদ্যোগকে স্বাগত জানাই। পরিবার নিয়ে ভালো ভাবে ভোর রাতে সেহেরী খেতে পারবো।

পৌরসভার উত্তর ফালগুনকরার আবুল হাসেম বলেন, বাজারে প্রতিটি ডিম ১০ থেকে ১১ টাকা করে। প্রাণী সম্পদের উদ্যোগে সুলভ মূল্যের চৌকি থেকে প্রতিটি ডিম ৯.৫০ টাকা করে কিনে বাড়িতে নিয়ে যাচ্ছি।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর জানান, দুধ, ডিম ও মাংস সুলভ মূল্যের দোকান পৌরসভা, মিয়াবাজার কলেজ রোড, কাশিনগর বাজার ও গুণবতী বড় মসজিদ রোডে এই কার্যক্রম চলমান থাকবে। গরুর দাম বৃদ্ধির কারণে আজকে ৩০ কেজি মাংস, ৮’শ ডিম ও ৩০ লিটার দুধ দিয়ে এ কার্যক্রমের শুরু করেছি। পরবর্তীতে আরো বড় পরিসরে এ কার্যক্রম চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ‘রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য আমিষের যে চাহিদা রয়েছে তা পূরণ করতে উপজেলা প্রশাসন, কৃষি মন্ত্রণালয় ও প্রাণী সম্পদের উদ্যোগে কম মূল্যে ভুতুর্কি দিয়ে দুধ, ডিম ও মাংস বিক্রি করছি। বৃহস্পতিবার চৌদ্দগ্রাম বাজারে এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পুরো রমজান জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।'

সুলভ মূল্যে,বিক্রয়,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত