রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর ও বেলগাছি রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে একজন হলেন জোহরা, যিনি রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের রহম বেপারীর মেয়ে। তিনি বুধবার বিকেলে গঙ্গাপ্রসাদপুর এলাকায় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মারা যান। আরেকজন অজ্ঞাতপরিচয় এক নারী, যিনি বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বেলগাছি রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মারা যান।
প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার (৫ মার্চ) বিকেলে জোহরা ট্রেনের ধাক্কায় মারা যান। তিনি রেললাইনের পাশে বাঁধা থাকা তিনটি ছাগল আনতে গেলে দেখতে পান, একটি ছাগলের দড়ি রেললাইনের সাথে প্যাঁচ লেগেছে। তিনি দ্রুত দড়ি ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু এ সময় ট্রেন চলে এলে সরে যাওয়ার চেষ্টা করেন। ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একইসঙ্গে তার দুটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।
অপরদিকে, বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বেলগাছি রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মারা যান অজ্ঞাত পরিচয়ের এক নারী। তিনি বেলগাছি রেল স্টেশনের পূর্বদিকে একটি গাছের নিচে বসেছিলেন। উঠে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা লেগে তিনিও মারা যান বলে জানান খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান সোহান।
রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রেললাইনের উপর থেকে ছাগল আনতে গিয়ে এক নারী ট্রেনের ধাক্কায় মারা গেছেন। এছাড়া, বেলগাছি রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে আরেক নারী নিহত হয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে জোহরার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।