ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে ১০৯ বোতল ফেন্সিডিলসহ ১০০ মামলার মাদক ধ্বংস

মুন্সীগঞ্জে ১০৯ বোতল ফেন্সিডিলসহ ১০০ মামলার মাদক ধ্বংস

মুন্সীগঞ্জের আদালতে চলমান ও নিষ্পত্তির ১০০ টি মামলার মাদক ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পার্শ্বে এসব মাদক ধ্বংস করা হয়।

এসময় আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক ও আলামত ধ্বংস কমিটির সভাপতি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের উপস্থিতিতে ১০০ টি মামলার মধ্যে ১০৯ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৫ শত ৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, ৭ ক্যান বিয়ার, ১০ লিটার চেলাই মদ ধ্বংস করা হয়।

এসময় ফেন্সিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে, ইয়াবা ও চোলাই মদ পানিতে ডুবিয়ে এবং গাঁজা আগুনে পড়িয়ে ধ্বংস করা হয়।

এ ব্যাপারে আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানম বলেন, আদালতের বিচারকের উপস্থিতিতে ১০০ টি চলমান ও নিষ্পত্তি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। এতে ১০৯ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৫ শত ৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, ৭ ক্যান বিয়ার ও ১০ লিটার চেলাই মদ ধ্বংস করা হয়েছে।

এসময় আদালতের অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।

মাদক,ধ্বংস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত