সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—কুটিরচর মধ্যপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সেলিম রেজা (৩৫) এবং শামসুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৩৩)।
এ বিষয়ে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের নির্দেশনায় বৃহস্পতিবার সকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।