ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গোয়ালন্দে যৌনপল্লী থেকে পলাতক ৩ আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে যৌনপল্লী থেকে পলাতক ৩ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার পলাতক তিন আসামিকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়ালন্দ পৌরসভা কাইমুদ্দিন মাতুব্বর পাড়ার ৯ নম্বর ওয়ার্ডের মৃত আ. মালেকের ছেলে মো. আরিফুল ইসলাম শান্ত (৩৫), নিলু শেখের পাড়া ৪ নম্বর ওয়ার্ডের লাল মিয়া সরদারের ছেলে খোকন (৩০) ও নেত্রকোনার আমতলা ইউপির স্বল্পদুগিয়া গ্রামের বাবুল আকন্দের ছেলে, বর্তমানে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর ভাড়াটিয়া মো. সাফায়েত আকন্দ (২২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই সেলিম মোল্যা সংগীয় অফিসার ও ফোর্সসহ গোয়ালন্দ ঘাট থানার বিভিন্ন মামলায় আসামি মো. আরিফুল ইসলাম শান্ত, মো. সাফায়েত আকন্দ ও খোকনকে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এসআই সেলিম মোল্যা ও তার নেতৃত্বাধীন টিম বৃহস্পতিবার দায়েরকৃত একটি মারামারির মামলার তদন্তে গিয়ে ওই তিন আসামিকে গ্রেপ্তার করেন। শুক্রবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গোয়ালন্দ,যৌনপল্লী,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত