সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে ভোজ্য তেলের দাম বেশি রাখা ও হালনাগাদ মূল্য তালিকা না ঝোলানোর অপরাধে ৩টি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুরে পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোজ্য তেলসহ নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে জেলা ভোক্তা অধিদপ্তর ও টাস্কফোর্সের পক্ষ থেকে বাজার তদারকি কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ওই অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেলের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে উল্লেখিত বাজারে অভিযান চালানো হয়। এ অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও ভোজ্য তেলের দাম বেশি রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স লোকনাথ খাদ্য ভা-ারকে ৫ হাজার, মেসার্স দত্ত এন্ড সন্সকে ৫ হাজার ও মেসার্স বসাক অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন দোকান প্রতিষ্ঠানে তদারকি ও মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখার জন্য ব্যবসায়ীদের বিশেষ নির্দেশনা দেয়া হয়।
এ অভিযানে পুলিশ সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।