সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির নেতা এস, এম শহিদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে। তিনি ওই ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
বৃহস্প্রতিবার সন্ধ্যায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পতিত সরকারের দোসরদের সহযোগিতা ও মদদ প্রদান, সন্দেহের বশে যুবদল নেতাকর্মীকে মারধর এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়। এ নোটিশের কারণ দর্শানোর জবাব গ্রহনযোগ্য হয়নি। এ কারনে তার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে।
এছাড়াও দলের সকল কার্যক্রমে তাকে অংশ নিতে নিষেধ ও দলীয় নেতাকর্মীদের তার সাথে কোন রকম সর্ম্পক না রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে ওই সাবেক নেতা বলেন, সম্প্রতি আমার বাড়িতে চুরি হয়েছে এবং রাস্তা থেকে ২ টি ট্রাকও চুরি করা হয়েছে। এ চোরও সনাক্ত করা হয়েছে এবং লোকজন তাদের মারধর করেছে। এ কারনে দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।