ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নরসিংদীর চারাঞ্চলে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ৬ বছরের এক শিশুর মৃত্যু

নরসিংদীর চারাঞ্চলে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ৬ বছরের এক শিশুর মৃত্যু

নরসিংদীর প্রত্যন্ত চরাঞ্চলে বসত ঘরে আগুন লেগে সুরাইয়া নামে ৬ বছরের এক ঘুমন্ত শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) সকালে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শিশু সুরাইয়া রসুলপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮ টার দিকে বসত ঘরটিতে শিশু সুরাইয়া ঘুমিয়ে ছিল। এসময় ঘরে অন্য কেউ ছিলেন না। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মনির হোসেনের বসত ঘরে আগুন লেগে যায়। মহুর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশব ছিল যে অল্প সময়ের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় অগ্নি দগ্ধ হয়ে ঘুমন্ত শিশু সুরাইয়ার মৃত্যূ হয়। বহু চেষ্টায় আগুন লাগা ঘর থেকে তাকে উদ্ধার করা যায়নি। আগুন নিভে যাওয়ার পর শিশু সুরাইয়ার অগ্নিদগ্ধ কঙ্কাল অবস্থায মরদেহ উদ্ধার করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বসত ঘরে আগুন লেগে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আগুন,শিশু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত