সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের তারাকান্দি গ্রামের গরুর বাথান ঘর থেকে যুবলীগ নেতা ইউসুফ আলী স্বপনের (৪০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই উপজেলার বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে এবং স্থানীয় শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। কাজিপুর থানার ওসি ন‚রে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, কয়েক সপ্তাহ ধরে স্বপন একা ওই চরাঞ্চলের বাথান ঘরের একটি পৃথক রুমে থাকতেন এবং তিনি তার বন্ধু সারজিল সম্পদের ওই বাথানের গরু, ছাগল, ঘোড়া দেখাশোনো করতেন।
তিনি প্রতি বুধবার বাড়িতে যেতেন এবং স্ত্রী সন্তানদের জন্যে বাজার করে দিয়ে ওই বাথানে ফিরে যেতেন। তার স্ত্রীর দাবী করছেন, গত বুধবার তিনি বাড়ি যাননি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে ওই বাথানের ঘরে লাশের গন্ধ পায় স্থানীয়রা। এ সংবাদে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্টে প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।