ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গায় ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে সরকারি ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন নেতা-কর্মী।

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিতুদহ ইউনিয়ন পরিষদের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিএফ কার্ডের তালিকা প্রণয়ন ও বিতরণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটনের মধ্যে। এরই জেরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বিএনপির সাধারণ সম্পাদক টোটনের সমর্থক এবং ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৪০) চায়নিজ কুড়ালের উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই নিহত হন। নিহত রফিকুল ইসলাম তিতুদহ মাঝপাড়ার মৃত আঃ রহিমের ছেলে।

এ ঘটনায় সভাপতি মিলন, সাধারণ সম্পাদক টোটনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা চুয়াডাঙ্গার বিভিন্ন হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কনক কুমার দাস এবং সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বেলা ১টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "তিতুদহ ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আরও ৪-৫ জন আহত হয়েছেন। পুলিশ তদন্ত করছে, দ্রুতই প্রকৃত রহস্য উন্মোচন ও ঘাতকদের গ্রেফতার করা সম্ভব হবে।"

এ ঘটনায় দর্শনা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিএনপি,সংঘর্ষ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত