জামালপুরের মেলান্দহে দুই ইটভাটা মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই দুই ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান (সহকারী কমিশনার ভূমি)।
ভ্রাম্যমাণ আদালতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাছপয়লা এলাকার বিসমিল্লাহ ব্রিক্সকে এক লক্ষ টাকা ও নাংলা ইউনিয়নের চাড়াইলদার এলাকার ইএলটি ব্রিক্সকে দুই লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ইট পোড়ানোর চুলা ভাঙাসহ কাঁচা ইট গুড়িয়ে দিয়ে পানি ছিটানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা,সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আ. মালেক সঙ্গীয় দমকলকর্মীরা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, ইটভাটা আইন অমান্য করে ইট প্রস্তুত ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার বিসমিল্লাহ ব্রিক্স ও ইএলটি ব্রিক্স নামের দুটি ইটাভাটা মালিককে জরিমানা করা হয়েছে পাশাপাশি ইটসহ তাদের ভাটা ভেঙ্গে দেয়া হয়েছে।জন স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।