ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পূর্বধলায় সড়কটি ২০ বছরেও সংস্কার হয়নি, ভোগান্তি

পূর্বধলায় সড়কটি ২০ বছরেও সংস্কার হয়নি, ভোগান্তি

নেত্রকোনার পূর্বধলায় মাত্র ৩ কিলোমিটার দীর্ঘ একটি পাকা রাস্তা সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। পূর্বধলা রেলওয়ে স্টেশন থেকে জারিয়া ইউনিয়নের বাড়হা পর্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়কটির দীর্ঘ ২০ বছরেও কোনো সংস্কার হয়নি। উপজেলা সদর, বুধি, বারধার, জুগলী, ভিতরগাঁও, মৌদাম, কান্দা ও বাড়হা গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সড়কটি।

সড়কটির বেহাল দশার কারণে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের হেঁটে চলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তার পিচ ঢালাই উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে গিয়ে দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।

জানা যায়, ২০০৫ সালে সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলী জনগুরুত্ব বিবেচনা করে রেল লাইনের পাশ দিয়ে রাস্তাটি পাকা করে দেন। এরপর থেকে সড়কটির আর কোনো সংস্কার হয়নি। উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছে, রাস্তাটি রেল লাইনের পাশ দিয়ে নির্মাণ করায় রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মেরামত সম্ভব নয়।

এ বিষয়ে পূর্বধলা উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত বলেন, "রাস্তাটি রেল লাইনের পাশে হওয়ায় রেলওয়ের অনুমতি না পাওয়ায় সংস্কার করা সম্ভব হয়নি। তবে রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি পেলেই অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি মেরামত করা হবে।"

সড়ক,সংস্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত