ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিএনপির ২ নেতাকর্মীর পদ স্থগিত

সিরাজগঞ্জে বিএনপির ২ নেতাকর্মীর পদ স্থগিত

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির ২ নেতাকর্মীর প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে স্থগিত করা হয়েছে। তারা হলেন-ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজা তালুকদার এবং তার ভাই বিএনপি কর্মী বোরহান উদ্দিন তালুকদার।

জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ইউনিয়ন বিএনপির এই ২ নেতাকর্মী বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলের ভাবমূর্তি জনমনে চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

এজন্য জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশনায় তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়েছে। দলের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, তাদের অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ভার বিএনপি নেবে না বলে জানানো হয়েছে।

স্থগিত,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত