চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারিচালিত একটি ভ্যানের যাত্রীদের গাছের সাথে বেঁধে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা ওই বাহনের ৬-৭ জন যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল নিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে- কিশোর গ্যাং চক্রের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাটারিচালিত ভ্যানের যাত্রীরা বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় নজরপুর বাজারের কাছে পৌঁছালে ওই ভ্যানের যাত্রীদেরকে ৯-১০ জন কিশোর গ্যাং চক্রের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওইসব যাত্রীদের চেঁচামেচির আওয়াজে ঘটনাস্থলের পাশের গ্রামের বাসিন্দারা জিম্মি থাকা যাত্রীদের উদ্ধার করেন।
গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
একই বক্তব্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, কিশোর গ্যাংয়ের কিছু সদস্যরা ছিনতাই করেছে।