ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ১ লাখ ৪৬ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ১ লাখ ৪৬ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৪৬ হাজার ২৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার ১ হাজার ৬৬টি টিকা কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। আগামী ১৫ মার্চ জেলা ৫ উপজেলা, ৩ পৌরসভা ও ৪২ ইউনিয়নে ১ হাজার ৬৬ টি টিকা কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হবে বলে জানিয়েছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান তিনি।

ডা. এস. এম. মাসুদ জানান, এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ১০০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২৭ হাজার ১৩০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কাজ করবেন।

সিভিল সার্জন জানান, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রাতকানা রোগ প্রতিরোধ করে এবং শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে। তাই নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, ক্যাম্পেইন সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। যাতে কোনো শিশু এই সেবার বাইরে না থাকে।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত দিনে নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করুন।

সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাবেক সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মুহাম্মদ কামাল হোসেন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে প্রতিবেদন পাঠ করেন মেডিকেল অফিসার ড. নাঈম হাসান এবং সভা পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোকারেমা মানজুরা।

উল্লেখ্য, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জাতীয় পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়। যা দেশের শিশুদের অপুষ্টিজনিত সমস্যা মোকাবিলা এবং তাদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিশু,ভিটামিন ‘এ’,ক্যাপসুল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত