সিরাজগঞ্জের মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে ইট ছুড়ে ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর উত্তরপাড়া ১নং মিলগেট মহল্লার অন্তর খান (২৯), মাহমুদপুর মহল্লার তুষার হোসেন (৩০), কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের রাশেদুল ইসলাম (৩৫) ও আব্দুর রহিম মন্ডল (৩৬)।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার রাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস লক্ষ্য করে ডাকাতরা ইট ছোড়ে। এতে চালক গাড়িটি থামালে ডাকাতদল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে এবং তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও নগদ প্রায় ৮৫ হাজার টাকা লুট করে।
এর আগে ড. মো. ওবায়দুল্লাহসহ ছয়জন শিক্ষক ওইদিন ঢাকায় একটি শিক্ষক সম্মেলন শেষে রাজশাহী ফেরার পথে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং পরদিন ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ দল ৪৮ ঘণ্টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লুণ্ঠিত তিনটি মোবাইল ফোন এবং ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।