পাবনায় ২৪টি ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৯:০০ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনায় এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৪টি তাজা ককটেল ও দুটি স্মোক  বোমা উদ্ধার করেছে র‌্যাব। 

বুধবার (১২ মার্চ) রাতভর পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপপুর এলাকার আব্দুল সালাম মেম্বারের বাড়িত এই অভিযান পরিচালনা করা হয়।  

বৃহস্পতিবার র‌্যাব-১২ পাবনা কোম্পানি কমান্ডার স্কাউডন লিডার ইলিয়াস খান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামে আব্দুস সালাম মেম্বারের বাড়িতে রাত ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৪টি ককটেল ও দুটি স্মোক বোম উদ্ধার করা হয়েছে। 

পরে ঘটনাস্থলে রাজশাহী থেকে বোমা ডিসপোজালের একটি ইউনিট এসে  বোমা ও ককটেলগুলো সংগ্রহ করে। এ সময় আরও দুটি বাড়িতে অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

 এ বিযয়ে বাড়ির মালিকের নামে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

পুলিশের একটি সূত্র জানায়, বাড়ির মালিক ইউপি সদস্য আব্দুস সালাম ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।