সিরাজগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১৭:২৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের এক শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে এ মামলা করেছেন।

মামলার অভিযুক্ত ধর্ষক স্কুল ছাত্র মোহাম্মদ আলীকে (১৫) গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত রোববার সকালে ওই উপজেলার নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের বাড়িতে শিশু যত্ন কেন্দ্রে ছোট ভাই-বোনকে রেখে আসে নির্যাতিত দ্বিতীয় ওই শিশু ছাত্রী (৯)। এ সময় ওই বাড়িওয়ালার ছেলে মোহাম্মদ আলী শিশুটিকে বিশেষ কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে শিশু অসুস্থ হয়ে পড়ে এবং তার মাথায় পানি ঢেলে কিছুটা সুস্থ হলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। ওইদিন বিকেলে শিশুটি আবারো অসুস্থ হলে পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয় জানানো হয়। নির্যাতিত শিশুর বাবা বাড়িতে না থাকায় পরদিন সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক দেখিয়ে ওষুধপত্র নিয়ে বাড়িতে নিয়ে যায়। কিন্তু এরপর তার অবস্থা ক্রমেই অবনতি হওয়ায় বুধবার রাতে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত রয়েছে এবং ধর্ষণের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রায়হান খন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানান।

এদিকে ধর্ষক ৯ম শ্রেণির স্কুল ছাত্র মোহাম্মদ আলীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলে জানান ওসি।