ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পাবনার দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

পাবনার দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

বাবার মৃত্যুর পর জন্মের দিনই মা ফেলে চলে যান, এরপর থেকে মানবেতর জীবনযাপন করছে দুই এতিম শিশু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুরবস্থার ভিডিও দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।

তারেক রহমানের নির্দেশে শনিবার (১৫ মার্চ) বিএনপির সহযোগী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের ওই দুই এতিম শিশুর হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। পাশাপাশি, তাদের জন্য নিয়মিত মাসিক সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

চার বছর আগে সঞ্জয়পুরের আলতাফ প্রামাণিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। সে সময় তার স্ত্রী গর্ভবতী ছিলেন। কয়েক মাস পর দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি, কিন্তু ওই দিনই সন্তানদের ফেলে রেখে চলে যান এবং আর খোঁজ নেননি। এরপর থেকে তাদের দাদা দরিদ্র রাজু প্রামাণিক নাতিদের লালন-পালন করছেন। একটি ছোট দোকানের আয় দিয়ে কোনো রকমে দিন পার করছিলেন তিনি।

এই পরিস্থিতির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে তারেক রহমানের। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-কে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

অসহায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এছাড়া, ঢাকায় অবস্থানরত সংগঠনটির আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন মোবাইল ফোনে পরিবারের খোঁজ-খবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন-অর-রশিদ এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।

তারেক রহমান,এতিম,শিশু,দায়িত্ব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত