ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

৭১ এ যুদ্ধ করে যারা দেশকে স্বাধীন করেছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা: টুকু

৭১ এ যুদ্ধ করে যারা দেশকে স্বাধীন করেছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "১৯৭১ সালে জীবনপণ যুদ্ধ করে যারা দেশকে স্বাধীন করেছেন, তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। জনগণের শক্তিই বড় শক্তি, আর বিএনপি জনগণের শক্তিতে বলিয়ান।"

শনিবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু আরও বলেন, "বিজয়ের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের আড়াল করতে অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল। আজও তেমন ভুয়া বিপ্লবী দেখা যাচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। ১৭ বছরের আন্দোলনের জনআকাঙ্ক্ষা পূরণে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপিকে কোনো ষড়যন্ত্রই নিঃশেষ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।"

তিনি আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের আগে মূল্যায়ন করা হবে। যারা ত্যাগ করেননি, তাদের বিষয়ে পরে ভাবা হবে।"

সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান বক্তা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, "গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলাও এখনও আদালতে তোলা হয়নি। কোনো সংস্কারও হয়নি। সংস্কারের নামে তালবাহানা না করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে।"

জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমীরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটের যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন—জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল করিম খান পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, অ্যাডভোকেট সিমকী ইমাম খান ও অধ্যাপক আবু হাশেম প্রমুখ।

মুক্তিযোদ্ধা,টুকু,স্বাধীন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত