ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কুড়িগ্রাম সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক

কুড়িগ্রাম সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে পাচারকালে অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক। এর আগে শুক্রবার (১৪ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপি এলাকার সীমান্ত পিলার ৯৮৫/৩ এস-এর নিকট থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুব-উল হকের নেতৃত্বে ১৯ সদস্যের একটি বিশেষ টহল দল শুক্রবার রাতেই সীমান্তে সতর্ক অবস্থান নেয়।

একপর্যায়ে কয়েকজন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা ধাওয়া দেয়। তখন তারা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৮ লাখ ২৬ হাজার ২শ টাকা মূল্যের অস্ত্র ও গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুব-উল-হক বলেন, "সীমান্তে অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ইতোমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে।"

পাচার,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত