ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শিশু ছাত্রী ধর্ষণের ঘটনায় স্কুল ছাত্র গ্রেফতার

সিরাজগঞ্জে শিশু ছাত্রী ধর্ষণের ঘটনায় স্কুল ছাত্র গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের এক শিশু ছাত্রী ধর্ষণের ঘটনায় স্কুল ছাত্র মোহাম্মদ আলীকে (১৪) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে ওই উপজেলার নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত রোববার সকালে ওই গ্রামের আব্দুল আলীমের বাড়িতে শিশু যত্ন কেন্দ্রে ছোট ভাই-বোনকে রেখে আসে নির্যাতিত দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী (০৯)। এ সময় ওই বাড়িওয়ালার ছেলে মোহাম্মদ আলী শিশুটিকে বিশেষ কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে শিশু ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তার মাথায় পানি ঢেলে কিছুটা সুস্থ্য হলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। ওইদিন বিকেলে শিশুটি আবারো অসুস্থ হলে পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয় জানানো হয়। নির্যাতিত শিশুর বাবা বাড়িতে না থাকায় পরদিন সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক দেখিয়ে ওষুধপত্র নিয়ে বাড়িতে নিয়ে যায়। কিন্তু এরপর তার অবস্থা ক্রমেই অবনতি হওয়ায় বুধবার রাতে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বৃহস্প্রতিবার রাতে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। ওই শিশু ধর্ষণ মামলায় পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের দিক নির্দেশনায় ডিবি পুলিশ তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি (ডিবি) একরামুল হকের নেতৃত্বে শুক্রবার বিকেলে পাবনার বেড়া পৌর এলাকার শাহাপাড়া মহল্লার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

গ্রেফতার,ধর্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত