ঈশ্বরদীতে হঠাৎ তাপপ্রবাহে অস্বস্তিতে রোজাদাররা
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১৯:৫৬ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে শীতের আমেজের মধ্যে হঠাৎ করেই গরম পড়তে শুরু করেছে। এতে রোজাদারদের কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে। হঠাৎ করেই এক লাফে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকেল ৩টার ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার ( ১৪ মার্চ) থেকেই এখানে হঠাৎ করেই গরম পড়তে শুরু করেছে। এদিন ( শুক্রবার) ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে হঠাৎ গরম পড়ায় খেটে খাওয়া দিনমজুর ও রোজাদাররা পড়েছেন ভোগান্তিতে। আবার আবহাওয়া পরিবর্তনজনিত কারণে উপজেলার হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে জ্বর, ঠান্ডা ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুজামান জানান, শুক্রবার থেকেই উপজেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি রমজানের মধ্যে তাপমাত্রা আরো বাড়তে পারে।