ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বাউফলে তেঁতুলিয়া নদীতে তরমুজে বোঝাই ট্রলার ডাকাতি, আহত ৯

বাউফলে তেঁতুলিয়া নদীতে তরমুজে বোঝাই ট্রলার ডাকাতি, আহত ৯

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে তরমুজবোঝাই একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় ৯ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) ভোররাতে ধুলিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোররাতে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল দ্রুতগামী ট্রলার নিয়ে তালতলা মোহনা থেকে একটি তরমুজবোঝাই ট্রলারকে ধাওয়া করে। ওই ট্রলারে প্রায় ১০ হাজার পিস তরমুজ ছিল। একপর্যায়ে ডাকাতরা ট্রলারটির নিয়ন্ত্রণ নেয় এবং চালকসহ ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

ডাকাতির সময় আহত এক ব্যক্তি সাহসিকতার পরিচয় দিয়ে ডাকাতদের মধ্যে একজনকে ধরে নদীতে ঝাঁপ দেন, এতে আতঙ্কিত হয়ে বাকিরা পালিয়ে যায়। আহতরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। স্থানীয়রা আটক ডাকাতকে গণপিটুনি দিলে তিনি অজ্ঞান হয়ে পড়েন, ফলে তার নাম-পরিচয় জানা যায়নি।

ডাকাতদের হামলায় আহতদের মধ্যে আছেন- গলাচিপা উপজেলার চর কপাল বেরা এলাকার মৃত্যু হানিফ মাতব্বরের ছেলে শহিদুল মাতব্বর (৫৮),ডাকুয়া গ্রামের নুরইসলাম সরদারের ছেলে মেহেদী হাসান (৩৪) ফিরোজ মাতব্বর (৩৭), বারেক মাতব্বর (৪৮), ফরহাত হোসেন (৪৫), হাবু পেশকার (৩৭),ফয়সাল (২৮),ও সেলিম (৫৭)।

এদের মধ্যে গুরুতর আহত শহিদুল মাতব্বর, মেহেদী হাসান ও সেলিম মাঝিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ডাকাত সদস্যকে পুলিশ হেফাজতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডাকাতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত