পিরোজপুরের কাউখালীতে বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) কাউখালী ইকোপার্কে খোলা ময়দানে উপজেলা যুবদলের আয়োজনে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, কাউখালী উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, রফিকুল ইসলাম রফিক, পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান জাকির, রিয়াজ সরদার, তানজিদ হাসান শাওন, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাওলানা হোসেন মঈন, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শাহ-ইমরান ফারুক, শাফিউল আজম ভিপি দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন ও গিয়াস উদ্দিন অলি।
ইফতার ও দোয়া মাহফিলে সর্বস্তরের জনসাধারণ ও কাউখালী উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।