ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের কালেক্টর নিহত

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের কালেক্টর নিহত

রাঙামাটিতে আঞ্চলিক সংঘাতের জেরে চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত নির্মল খীসা নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে। তি‌নি ইউপিডিএফের সক্রিয় কালেক্টর ব‌লে জানা গে‌ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মল খীসা দীর্ঘদিন ধরে ইউপিডিএফের কালেক্টর হিসেবে চাঁদা আদায়ের কাজ করতেন। র‌বিবার সকাল ৯টার দিকে নির্মল খীসাকে তার বাড়ি থেকে বের করে গুলি করে হত্যার পর পালিয়ে যায় অস্ত্রধারীরা।

এদিকে, ইউপিডিএফের জেলা সংগঠক সচল চাকমা ব‌লেন, এটি রাজনৈতিক প্রতিপক্ষের পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর নিন্দা জানাই এবং দ্রুত বিচার চাই।" এ হত্যাকাণ্ডের জন্য তি‌নি জেএসএস (সন্তু লারমা গ্রুপ) কে দায়ী করেছেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কোতয়ালী থানার ওসি, মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন,"আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার শেষে বিস্তারিত জানা যাবে।"

গুলি,ইউপিডিএফ,কালেক্টর,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত