ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে ৬০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শেরপুরে ৬০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শেরপুরে নালিতাবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদসহ মোঃ আনিছ (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১৬ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার পলাশিকুড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ আনিছ শেরপুর জেলার সদর উপজেলার নন্দীর বাজার গ্রামের মৃত. কাশেম আলীর ছেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) শাজাহান, মেহেদী হাসান, মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রোববার ভোর ৬টার দিকে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামে নির্মাণধীন হযরত মেম্বারের বাড়ির সামনের পাকা সড়কে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ আনিছকে মিনি পিকআপ-সহ আটক করে। পরে তার কাছ থেকে ৬০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

ভারতীয়,মদ,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত