স্বামীর হাতে স্ত্রীর পরকীয়া প্রেমিক আটক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রীর পরকীয়া প্রেমিক আটক হয়েছেন।
রোববার (১৬ মার্চ) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তি ওই ইউনিয়নেরই তেররশিয়ার-উত্তর মাথা গ্রামের বাসিন্দা আবু হায়াত (৩৫)।
স্থানীয়রা জানান, তেররশিয়ার-উত্তর মাথা গ্রামের এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক আবুল হায়াতের। গত ৬ মাস আগে তাদের বিষয়টি জানাজানি হওয়ার পরেও এলাকাবাসী তাকে সতর্ক করেন। তারপরেও তিনি গোপনে প্রেমের সম্পর্ক চালিয়ে নেন। এরই জের ধরে রোববার ওই গৃহবধূর স্বামী সাহারি খেয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে যান। এই সুযোগে আবুল হায়াত ওই গৃহবধূর ঘরে ঢুকে যায়। গৃহবধূর স্বামী নামাজ থেকে ফিরে ঘরে ঢুকে আবুল হায়াতকে দেখতে পেয়ে আটক করেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে মুহূর্তেই ঘটনাস্থলে সবাই জড়ো হন।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।