সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামখী বাজার গ্রামে ব্যবসায়ী ও বিএনপি কর্মী নয়ন সরকারের বসতবাড়িতে তালা দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা এ অগ্নিকাণ্ড ঘটায়। এতে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়।
কাজিপুর থানার ওসি নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নয়ন সরকার প্রতিদিনের মতো ওই রাতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্যে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। পরিবারের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদের উদ্ধার করেন।
স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি নূরে আলম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।