ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ কৃষকের বসতঘর পুড়ে ছাই

সিরাজগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ কৃষকের বসতঘর পুড়ে ছাই

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামের ২ কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে ওই ২ বাড়ির বসতঘর ভস্মীভূত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার বিকেলে জিল্লুর রহমানের বাড়ির রান্না ঘরে রান্নার কাজ চলছিল। এসময় অসাবধানতাবশত রান্নাঘরে আগুন ধরে যায়। এ আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে পাশের আবু সাঈদের বাড়িতে আগুন ধরে যায়। এ আগুন নেভাতে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।

এতে ওই ২ বাড়ির ৭টি ছোট বড় টিনের ঘর, আসবাবপত্র ও ধান চাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ওই ২ পরিবার দাবি করেছেন।

ছাই,অগ্নিকাণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত