ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে বিএনপির অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রংপুরে বিএনপির অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নে বিএনপির অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ডলু শাহ্ ও গ্রাম পুলিশের দাপাদার জমশেদ এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

শনিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী বাজারে আওয়ামী লীগের ইফতার মাহফিল ও ত্রাণ বিতরণের সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের স্থানীয় এমপি ডিউক চৌধুরী, টুটুল চৌধুরী ও ডলু শাহ্-র লোকজন পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালান।

হামলার সময় কার্যালয়ে থাকা দলীয় ছবি, ব্যানার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং মূল্যবান সামগ্রী লুটপাট করা হয়।

লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জানান, দীর্ঘদিন পর ইউনিয়ন বিএনপি একটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করে। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানো হয়েছিল। কার্যালয়ে বসার জন্য চেয়ার, টেবিল ও বৈদ্যুতিক পাখা সংযোজন করা হয়। কিন্তু শনিবার রাতে আওয়ামী লীগ কর্মীরা তালা ভেঙে কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় তদন্ত কর্মকর্তা পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জানান, দলকে সুসংগঠিত করতে স্থানীয়ভাবে একটি কার্যালয় স্থাপন করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কর্মীরা পরিকল্পিতভাবে সেটি ভেঙে দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি জানান, সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ভাঙচুর,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত