কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আরসা সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে এক যুবককে পিঠিয়ে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রোববার (১৬ মার্চ) উখিয়া উপজেলার পালংখালী হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এ ঘটনা ঘটে।
উখিয়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাকিমপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানা এলাকায় আরসা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা হাবিজুল রহমান (৩২) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিঠিয়ে হত্যা করে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে একজন কে আটক করা হয়েছে। আটক সন্ত্রাসীর নাম বাদশাহ মিয়া।
নিহত হাবিজুল রহমান প্রকাশ চিকন আলী হারুন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। নিহত রোহিঙ্গার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।