ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে জমিয়তের ইফতার মাহফিল

মানিকগঞ্জে জমিয়তের ইফতার মাহফিল

বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে মানিকগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিকেলে মানিকগঞ্জ শহরের দারুলউলুম মাদরাসা মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা ওবায়দুল্লাহর সঞ্চালনায় এবং জেলা জমিয়তের সভাপতি মুফতি শামসুল আরিফীন খান সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কৃষি বিষয়ক সম্পাদক ও ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সাভার উপজেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা মুফতি আলী আশরাফ তৈয়ব এবং সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান বিন নুরী।

অনুষ্ঠানে বক্তারা রমজান মাসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, রোজা ও তারাবি পালনের পাশাপাশি এই মাসে অধিক পরিমাণে অন্যান্য ইবাদত-বন্দেগি করা উচিত। পাশাপাশি নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির-আজকার, দান-সদকা সহ ব্যাপক হারে ইবাদত-বন্দেগি পালন এবং সকল প্রকার অন্যায়, অপরাধ ও গুনাহ থেকে দূরে থাকার আহ্বান জানান তারা। গিবত তথা পরনিন্দা থেকে দূরে থাকার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, জনকল্যাণ ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ততা বাড়াতে হবে। শুধু মসজিদ-মাদ্রাসা নিয়ে পড়ে থাকলে চলবে না, পাশাপাশি সমাজের নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করতে হবে।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জেলা জমিয়তের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ,জমিয়ত,ইফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত