৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৩:১২ | অনলাইন সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় চার বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়া কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (১৭ মার্চ) সকালে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, রোববার বিকেলে আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মিলন মিয়া রংপুরের মিঠাপুকুর থানার লালপুকুর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার আউকপাড়া এলাকার লুৎফর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়রা জানায়, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ৪ বছরের ওই শিশুর মা-বাবা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী ভাড়াটিয়া মিলন শিশুটিকে তার রুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ মিলনকে আটক করে। 

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, ফাঁকা বাসায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।