আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করবে।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
সভায় জানানো হয়, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দৌলতদিয়া প্রান্তে ৩টি ঘাট চালু থাকবে। পাশাপাশি ঘাট এলাকায় যানজট মুক্ত রাখতে এবং হয়রানি রোধে জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ ছাড়া থাকবে ভ্রাম্যমাণ আদালতের টিম।
সভায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও স্বাস্থ্য বিভাগ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।